Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার  ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। 

ইউনিয়ন সমূহ হলঃ

১) চরলক্ষ্যা

২) জুল্ধা

৩) চরপাথরঘাটা

৪) শিকলবাহা

৫) বড়উঠান

এটি বাংলাদেশের ৪৯০নং উপজেলা। কর্ণফুলী উপজেলার মোট আয়তন ৫৫.৩৬ বর্গ কিলোমিটার (১৩,৬৭৯ একর)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণাংশে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ২২°১৪´ থেকে ২২°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৭´ থেকে ৯১°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কর্ণফুলী উপজেলার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এই উপজেলার উত্তরে রয়েছে চাঁদগাঁও থানা ও বোয়ালখালী উপজেলা।  পূর্বে রয়েছে পটিয়া উপজেলা , আনোয়ারা উপজেলা ও বোয়ালখালী উপজেলা। দক্ষিণে রয়েছে আনোয়ারা উপজেলা  এবং পশ্চিমে পতেঙ্গা থানা ও বন্দর থানা ।